আর্টিকেল রাইটিং কি
আর্টিকেল লিখার নিয়ম
জানার আগে আপনাদের আর্টিকেল
রাইটিং কি সেটা জানতে হবে । চলুন আমরা আগে সেটা জেনে
আসি।আটিকেল রাইটিং হচ্ছে কোন ব্যক্তি ,বা বিষয় নিই এ ওয়েবসাইটে ত্থ প্রকাশিত করার
নামিই হলো আর্টিকেল রাইটিং। আসুন এবার আামরা আর্টিকেল রাইটিং- এর
বিষয় গুলো নিয়ে আলোচনা করি
পোস্ট সূচিপত্র:
১. আর্টিকেল রাইটিং কি
২. ভূমিকা
৩. মূল পোস্ট লিখার নিয়ম
৪. অন্য একটি পোস্ট যোগ করা
৫. পোস্ট লিখার গুরুতপূর্ন তথ্য
৬. ফিচার ইমেজ বা ছবি যোগ করার
৭. ক্যাটাগরি বা লেভেল যোগ করা
৮. ভিডিও যোগ করা
ভূমিকা :
আর্টিকেল রাইটিং লিখতে হলে আমাদের প্রথমে টাইটেল নাম দিতে হবে যা হলো আমাদের
পোস্টের নামও বলা যেতে পারে। এখন সেই বিষয় নিয়ে ভূমিকা লিখতে হবে ভূমিকা এমন ভাবে
লিখতে হবে যেন পাঠক পড়ে আপনার পোস্ট লিখার তথ্যের প্রতি আগ্রহ জাগে এবং মনে
রাখবেন ভূমিকা বেশি বড় না করে ৫ লাইনে লিখতে।
ছবি যোগ করা:
ছবি যোগ করার ৪ টি উপায় রয়েছে। যেমন:
কম্পিউটার থেকে দিতে পারেন।
গুগল ফোটোস থেকে ও দিতে পারেন।
ব্লগার ওয়েব সাইট থেকে ও দেওয়া যায়।
এবং কোনো লিংক কপি করে ও করা যায়।
এবার ছবিটা যোগ করা নিয়ে নিচে আলোচনা করা হলো:-
আমি ধরে নিচ্ছি যে আপনি কম্পিউটার থেকে ছবি
যোগ করবেন। তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে তাহলো-
আপনাকে ইনসার্ট ইমেজের আইকনে ক্লিক করতে হবে।
এবার আপলোড ফর্ম কম্পিউটারে ক্লিক করতে হবে।
আপনার পছন্দের ছবিটির উপর ক্নিক করে সেইভ বা সিলেট করলেই হয়ে যাবে আপনার কাজ।
আপনি চাইলে একটির বেশি ও ছবি দিতে পারেন। সুধু আপনাকে স্থান নির্ধারন করে
ইন্টার বাটনে চাপ দিলেই পোস্টে ছবি আপলোড হবে।আপনার ছবিটি আপনি ইচ্ছেমতোন
ডানে,বামে নিতে পারেন,রিসাইজ করতে পারেন,নিচে ক্যাপশানে লিখতে পারেন।
মূল পোস্ট লিখার নিয়ম:
মূল পোস্ট লিখার আগে আপনাকে কি বিষয় নিয়ে লিখবেন সেইটা নিবার্চন করে
নিবেন।তারপর আপনি আপনার পোস্ট লিখা শুরু করবেন।পোস্টে কোনো বানান যেন ভুল না হয়
সেই দিকে খেয়াল রাখবেন
নতুন পোস্ট যোগ করার উপায়:
নতুন পোস্ট যোগ উপায় আমি ওপরে আলোচনা করেছি।এখানেও যদি একি কথা বার বার বলি তাইলে
আপনারাই বিরক্ত হবেন।তাই বেশি কথা না বলে আমরা পরের ধাপে এগোয়। তার আগে ২ টা কথা
বলে নেই আপনাকে শুধু পোস্টে নাম সিলেক্ট করে ইনর্সাট ইমেজের বাম দিকের
আইকনে চাপ দিয়ে পোস্টের লিংক সেইভ করে দিলেই হয়ে যাবে।
পোস্ট লিখার গুরুত্বপূর্ণ তথ্য:
পেন্সিল আইকনে ক্লিক করলে ২ টি অপশান আসবে ১. এইচটিএমল ২. কম্পোস্ট ভিউ
এর মধ্যে এইচটিএমএল হলো কোর্ড আকারে দেখায়।
কোমপোস্ট ভিউ হলো আপনার পোস্টকে নরমাল দেখাবে
এরপর বাম দিকে তীর চিহ্নের মতো undo যার অর্থ হলো আপনি ভুলে কিছু শব্দ লিখে
ফেলেছেন সেইটা মুছতে আপনি undo তে ক্লিক করলে আপনার ভুলের শব্দটা ভেনিস বা ডিলিট
হয়ে যাবে
এবার ডান দিকে ওই একই রকম তীর চিহ্ন আছে এর নাম হচ্ছে rando যা আপনাকে মুছে জাওয়া
শব্দকে ফিরিয়ে আনতে পারে
বর্গের ভিতর A লিখা আছে জা আপনাকে ফোন্ট স্টাইল করে দিবে।
ডবলটি আইন এর কাজ হলো লিখা সাইজ ছোটো, বড়, মাজারি করে দেওয়া।
এর পরের আইকনটি হলো লিখা প্যারাগ্রাফ, না হেডিং, মাজারি রাখবেন।
বড় হতের B হচ্ছে লিখাটা বোল্ট করা।
এরপরে বাকা I এর কাজ লিখা ইতালির লিখার মতো বাকা করে দেওয়া
বড় হতের U হলো নিচে টান দিয়ে লিখাটাকে আন্ডারলাইন করা।
তারপরের আইকনের কাজ হলো ফন্টের কালার পরিবর্তন করা।
ব্রাশের মতো আইকনের কাজ হলো ফন্টের ব্যাকগ্রাউন কালার পরিবর্তন করা।
ইনসার্ট আইকনের কাজ ইতোমধ্যেই আপনাদেরকে জানাইছি।তাই আর না বলি।
ইন্সার্ট ইমেজ সম্পর্কে জানেন আপনারা।
ইন্সার্ট ভিডিও একই কাজ। এটাও আপনারা জানেন।
এবার শেষ ধাপ হলো ইন্সার্ট ইমুজি। যেটা দিয়ে আপনারা বিভিন্ন রকমের ইমুজি ব্যবহার
করতে পারেন।
মোটামুটি আইডিয়া পেয়েছেন কার কাজ কি।
এবার আমরা পরের স্টেপ এ যাব
ভিডিও যোগ করা:
ভিডিও যোগ করার জন্য উপরের ইনসার্ট ভিডিও আইকনে ক্লিক করলে দেখা যাবে লিংকের
জায়গায় আপনার লিংক বসিয়ে সিলেক্ট করে সেইভ করে দিলে আপনার পোস্টে ভিডিও সেইভ
হয়েছে।
লেভেল যোগ করা:
এটাই আপনার সর্বশেষ ধাপ।এটার জন্য আপনা কে করতে হবে ডান দিকে লিখ আছে পোস্ট
সেটিন্গ তার নিচে আছে লেভেল। সেখানে আপনার লেভেল দিতে হবে। আপনি কোন ধরনের পোস্ট
লিখাবেন সেই ধরনের লেভেল দিবেন।ধরুন আপনি ফোন নিয়ে পোস্ট লিখবেন তাহলে আপনাকে
টেকনোলজি লেভেল দিতে হবে। এখানে ২ ভাষাতেই লিখতে পারবেন আপনার ইচ্ছা।
আশা করি এবার আপনার ধারনা হয়েছে কিভাবে আপনি একটা সহজ ভাষায়, সাজানো, গোছানো,
সুন্দর আর্টিকেল লিখবেন।
ধন্যবাদ😊
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url